নবীগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নূরুজ্জামান ফারুকী, নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সালাম মিয়ার ঝুলন্ত মরদেহ শশুর বাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বুধবার (২৪ মে) রাতে শাখোয়া বাজার এলাকায় মাছের আড়ৎ এর পাশে একটি পুকুর পারের সিরিশ গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মোঃ সালাম মিয়া নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত জব্বার মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ মে) রাতে শাখোয়া বাজার থেকে সালাম মিয়া একটি মুদি দোকান থেকে রশি কিনেন। রশি হাতে নিয়ে বাজারে অনেকক্ষণ হাটাহাটি করেন। কিছুক্ষণ পরে আর তাকে দেখা যায়নি। পরে স্থানীয় লোকজন রাতে সালাম মিয়াকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদের নির্দেশনায় একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।