সাধারণ মানুষকে ভূমিসেবা দিয়ে সহযোগিতা করুন:এমপি মজিদ
দিলোয়ার হোসাইন,বানিয়াচং
সাধারণ মানুষকে সেবা দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানিয়েছেন এড: আবদুল মজিদ খান এমপি।। এ সময় তিনি আরও বলেন, মানুষ আপনাদের নিকট সমস্যা নিয়ে আসবে। আপনাদের দায়িত্ব হল মানুষের সমস্যার সমাধান করে দেওয়া। সমাধানের বদলে কেউ যেন হয়রানি না হয় সেই দিকে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আশার কথা হচ্ছে ভূমিসেবা সহজ ও হয়রানি বন্ধ করতে বর্তমান সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। এর অন্যতম হচ্ছে ভূমি অফিসের ডিজিটালাইজেশন করা। ভূমি অফিসের অনেক সেবা এখন ঘরে বসেই পাওয়া যাচ্ছে। ২৪ ঘন্টায় জমা-খারিজ করা যাচ্ছে। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এখন সাবরেজিস্ট্রার অফিসের সকল তথ্যাবলী ডিজিটালাইজেশন করলেই পুরো ভূমি ব্যাবস্থাপনা স্মার্ট হয়ে উঠবে। আর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে অনলাইন ভূমিসেবা বিষয়ক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান। শুক্রবার (২৬ মে) বিকাল ৪ টায় বানিয়াচং ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, শেখ মিজান,মাওলানা আতাউর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ নুরুল ইসলাম, ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন নিয়াশা,তহশিলদার রেজাউল করিম, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন, আওয়ামী লীগ নেতা সাজ্জাদুর রহমান খান, ইউপি সদস্য ধনমিয়া,সুমন আখনজী,তাহমিনা বেগম প্রমুখ।