চুনারুঘাটে পৃথক স্থান থেকে নারীসহ দুই মরদেহ উদ্ধার
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ :
হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক দুটি স্থান থেকে নারীসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯ টার দিকে রঘুনন্দন চাবাগান এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস লাগানো বিজয় রাজঘর (২৩) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিজয় রাজঘর ওই এলাকার ভুবন রাজঘরের পুত্র। এর আগে বিকেল ৫টায় রঘুনন্দন চাবাগান এলাকায় নেশাগ্রস্ত হয়ে পরিবারের সাথে অভিমান করে নিজ ঘরে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে রাত ৮টায় থানার পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। একই দিনে রাত ৯টার দিকে উপজেলার রানিগাঁও ইউনিয়নের পূর্ব পীরেরগাঁও এলাকার দুলাল মিয়ার মেয়ে রুমা আক্তার (২২) নামে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব পীরেরগাঁও দুলাল মিয়ার বড় মেয়ে রুমা আক্তার বিকেল ৪ টায় পিত্রালয়ের বসতঘরের দক্ষিণ পাশের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।সেখানে তার পরীক্ষা নিরীক্ষা করে বিকেল ৫টায় কর্তব্যরত চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন। রুমা আক্তার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দর এলাকার ফারুক মিয়ার স্ত্রী। তবে তার স্বজনদের দাবী রুমা আক্তার দীর্ঘদিন যাবত মানসিক রোগে চিকিৎসাধীন ছিল। গত ৫ দিন পূর্বে স্বামীর বাড়ি সুন্দরপুর থেকে তার বাবার বাড়ী পীরেরগাঁও বেড়াতে আসে। মানুষিক যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিকাল ৪ টায় পরিবারের সকলের অগোচরে পিতার বসতঘরের দক্ষিণ পাশের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাৎক্ষণিক আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েগেলে বিকেল ৫টায় ডাক্তার মৃত ঘোষণা করে।
এসব তথ্য নিশ্চিত করে রাতে চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।