পিএসজিতে থাকবেন না এমবাপ্পে
দৈনিকসিলেট ডেস্ক :
লিওনেল মেসি আগামী জুনে পিএসজি ছাড়বেন। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিষয়টা একপ্রকার নিশ্চিত। নেইমার জুনিয়রও মৌসুম শেষে প্যারিস ছাড়তে পারেন। বার্সার সাবেক এই দুই তারকা চলে গেলে এমবাপ্পেই হবে পিএসজির মূল শক্তি। তবে ফ্রান্সের পত্রিকা লেকিপ জানিয়েছে, এমবাপ্পেও নাকি পিএসজিতে বেশিদিন থাকতে চান না।
গত বছর ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। যেটি শেষ হবে ২০২৫ সালে। পরবর্তীতে জানা যায়, এমবাপ্পের সঙ্গে চুক্তির সময় একটা শর্ত দিয়ে দেয় পিএসজি।
মূলত, পিএসজি এমবাপ্পের সঙ্গে চুক্তি করে দুই বছরের জন্য। শর্ত হল, এমবাপ্পে চাইলে চুক্তিটা আরও এক বছরের জন্য বাড়াতে পারবেন। তবে সেই শর্ত এমবাপ্পেকে চালু করতে হবে চলতি বছরের জুলাইয়ের মধ্যে। এই সময়ের পর এই শর্ত আর বহাল থাকবে না।
তবে লেকিপ জানিয়েছে, সেই শর্তটি চালু করার কোনো ইচ্ছা নেই এমবাপ্পের। যদি তাই হয়, আগামী বছরই পিএসজির হয়ে শেষ বছর ফরাসি ফরোয়ার্ডের। এমনটি হলে ২০২৩–২৪ মৌসুমের পর ‘এমএনএম’ ত্রয়ীর কেউই হয়তো থাকবেন না প্যারিসে!