শাবিতে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
শাবিপ্রবি প্রতিনিধি :
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ‘সি’ ইউনিটের (ব্যবসায় অনুষদ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ৯৭.৭৮ শতাংশ।
শনিবার(২৭মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৯৪৪ জন আবেদনকারীর মধ্যে ৯২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। অনুপস্থিত ছিল ২১ জন।
ভর্তি পরীক্ষা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে কোন ধরনের জালিয়াতির ঘটনা ঘটেনি।
শনিবার সকাল থেকে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কিলো রোড, গোল চত্বর, শহীদ মিনার, লাইব্রেরি চত্বর, ফুডকোর্ট ছাউনি, চেতনা ৭১,মুক্তমঞ্চ সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের পদচারণায় মুখরিত। সকালে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বসে কেউ নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। কেউবা খুঁজে দেখছেন পরীক্ষার হল। আবার পরীক্ষা শেষে অনেকেই দল বেঁধে প্রশ্ন উত্তর মেলানোতে মশগুল।কেউ বা দেখছেন ক্যাম্পাস জুড়ে ফুটে ওঠা বেগুনি রঙের জারুল ফুলের সুরভিত সৌন্দর্যের সমাচার। আবার কেউ কিলো রোডের ওয়াকওয়েতে হাঁটার সময় দাঁড়িয়ে ছবি তুলছেন।
এসময় মৌলভীবাজার থেকে আগত একদল ভর্তি পরীক্ষার্থীর সাথে আলাপ হয়। তাদের মধ্যে পরীক্ষার্থী বিপ্লব দাশ বলেন, প্রশ্ন মান ভাল হয়েছে। তবে হিসাববিজ্ঞান পার্ট একটু কঠিন মনে হয়েছে। পরীক্ষাও মোটামুটি ভাল হয়েছে।
ভর্তি কমিটির তথ্য মতে, এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় সারা দেশে ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৬ হাজার ৪৩৪ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৩৯ হাজার ৮৬৪ জন এবং ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছে।
উল্লেখ্য, গত শনিবার (২০ মে) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশব্যাপী ৯৮ শতাংশ শিক্ষার্থী অংশ নেয়। এরপর মঙ্গলবার (২৩ মে) ফলাফল প্রকাশিত হয়, এতে পাশের হার ছিল ৫৬ দশমিক ৩২ শতাংশ। এছাড়া আগামী শনিবার (৩ জুন) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।