দোয়ারাবাজার সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার
দৈনিকসিলেট ডটকম :
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে আল আমিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রামের কালাচান্দের হাওরের ধানের জমিতে তার মৃত দেহ পাওয়া যায়। মৃত আল আমিন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রামের ফয়েজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বাংলাবাজার সীমান্ত এলাকায় সকালে বিজিবি সদস্যরা ডিউটি করাকালীন ভারত সীমান্তের পাশে কালাচান্দের হাওরের মধ্যে আল আমিনের মরদেহ দেখতে পান। পরে বিজিবি সদস্যরা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, ভারত সীমান্তের পাশে হাওরে যুবকের মরদেহ পড়ে আছে খবর পেয়ে ছাতক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রণজয় মল্লিক ও আমিসহ এসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল ৫টা হতে সাড়ে ৯টার মধ্যবর্তী যেকোনো সময়ের মধ্যে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।