নবীগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে এড. আলমগীর চৌধুরী
নূরুজ্জামান ফারুকী, নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের পাশে গিয়ে সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা ও চাল তোলে দেন।
বৃহস্পতিবার (২৫ মে) বিকালে ঘটনাস্থলে ছুটে যান গণ মানুষের নেতা আলমগীর চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে ধৈর্য্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। ভবিষ্যতেও থাকবেন। ক্ষতিগ্রস্থদের অপুরনীয় ক্ষতি হয়েছে। আমি ও বাংলাদেশ আওয়ামীলীগ আপনাদের পাশে আছেন। ক্ষতিগ্রস্থদের দ্রুত সময়ের মধ্যে সরকারীভাবে সাহায্যের জন্য আহ্বান জানান এডভোকেট আলমগীর চৌধুরী।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ২নং ইউপির সাবেক চেয়ারম্যান মেহের আলী মহালদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমদ খালেদ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক ওহি দেওয়ান চৌধুরী, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম দাশ, সাংগঠনিক সম্পাদক সমিরণ দাশসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ প্রমূখ।
অপর দিকে ওই দিনই উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পিআইও তাজ উদ্দিন উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান সরকারে পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ ও ৩০ কেজি করে চাল প্রদান করেন।