মাঝ আকাশে বিমানের দরজা খোলায় যাত্রী গ্রেফতার
দৈনিকসিলেট ডেস্ক :
মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলায় এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আশিয়ানা এয়ারলাইন্সের একটি বিমানে এই ঘটনা ঘটে। খবর বিবিসি। তবে গ্রেপ্তার ব্যক্তির নাম, তিনি কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শুক্রবার স্থানীয় সময় সকালে বিমানটি জাপানের জেজু দ্বীপপুঞ্জ থেকে রওনা দিয়ে দক্ষিণ কোরিয়ার দায়েগুতে যাচ্ছিল। অবতরণের কিছুক্ষণ আগে ওই যাত্রী বিমানের দরজাটি খুলে ফেলেন। পরে ওই অবস্থায় ১৯৪ যাত্রী নিয়ে বিমানটি দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামতে সক্ষম হয়।
জানা যায়, প্লেন যখন মাঝ আকাশে, তখনই ওই যাত্রী দরজা খোলার চেষ্টা করেন। অন্য যাত্রীরা তাকে বাধা দেওয়ার চেষ্টার করেও আটকাতে পারেননি। জরুরি দরজা খুলে ফেলায় বিমানটির কয়েকজন যাত্রী শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়েন, তাদেরকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানটির এক যাত্রীর পোস্ট করা ভিডিওতে বিমানের এক পাশে ফাঁকা অংশ এবং সিটে বসে থাকা যাত্রীদের দিকে বাতাস ধেয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।
স্থানীয় সময় দুপুর পৌনে ১টার দিকে বিমান দায়েগুতে নামে, তার কিছুক্ষণ আগে ওই যাত্রী বিমানের দরজাটি খোলেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম।