জামালগঞ্জে বঙ্গবন্ধুর জুলিও কুরি উপাধির ৫০ বছর পূর্তিতে আলোচনা সভা
মো. বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরিও’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তনুকা ভৌমিক।
উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী। অন্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার মো. সফর আলী, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সিনিয়র সাংবাদিক মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি গোলাম সারোয়ার। পরে স্কুলের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।