নবীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নূরুজ্জামান ফারুকী, নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে ৪২পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় তাদের নিকট থেকে ৪২ পিস ইয়াবাহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দেবপাড়া ইউনিয়নের মাঠ বনগাও গ্রামের আঃ ওয়াহাবের পুত্র শামিম মিয়া (২০) ও করগাও ইউনিয়নের ভাটি শেরপুর গ্রামের কবির মিয়ার পুত্র বাবুল মিয়া ওরফে মোজাক্কির।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ মে)বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস.আই শাহিনুর আলম, এ.এস.আই লোকেশ চন্দ্র দাস ও এ.এস.আই আতাউল গনীর নেতৃত্বে একদল পুলিশ ইমামগঞ্জ বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের একটি পরিত্যক্ত দোকান থেকে শামিম মিয়া ও বাবুল মিয়া ওরফে মোজাক্কির কে পুলিশ গ্রেফতার করে। এ সময় তাদের দেহ তল্লাসী করে ৪২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।এ ব্যাপারে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শামস উদ্দিন খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।