সুনামগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত
দৈনিকসিলেট প্রতিবেদক :
সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছেন।রোববার (২৮ মে) বেলা ৩টায় জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম এ ঘোষণা দেন।
২০২২ সালের ২২ সেপ্টেম্বর দ্রুত বিচার আইনে করা একটি মামলা প্রত্যাহার এবং আরেকটি মামলার আসামি গ্রেপ্তার ও চার্জশিট দাখিলের দাবিতে সোমবার থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
গত শনিবার জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন। শ্রমিকদের ন্যায়সংগত দাবি মানার আশ্বাস দেন তিনি। পরে গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের সঙ্গে আরেক দফা বৈঠক করেন পরিবহন শ্রমিক নেতারা। ওই বৈঠকেই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে দুই দফা বৈঠক শেষে তারা পরিবহন ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছেন।