মোদি স্টেডিয়ামে পুলিশকে পেটালেন নারী, ভিডিও ভাইরাল!
দৈনিকসিলেট ডেস্ক :
বৃষ্টির কারণে ২০২৩ আইপিএল ফাইনাল গড়াল রিজার্ভ ডেতে। তবে গতকাল রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার অপেক্ষা করতে করতে মেজাজ হারালেন এক দর্শক। রাগে পুলিশকেই পেটালেন তিনি। গ্যালারিতে উপস্থিত এক সমর্থক সেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন। খবরটি প্রকাশ করেছে আনন্দবাজার। তবে গণমাধ্যমটি ভিডিওর সত্যতা যাচাই করেনি।
এই ভিডিওতে দেখা যায় এক নারী রেগে গিয়ে এক পুলিশকে ধাক্কা মারেন। তবে কেন তিনি হঠাৎ ওই পুলিশকর্মীকে ধাক্কা মারলেন তা জানা যায়নি। পুলিশকর্মীটি কোনো প্রতিবাদও করেননি। তিনি ওখান থেকে চলে যাচ্ছিলেন। তাকে আবার ধাক্কা দেন সেই নারী। পুলিশকর্মীটি পড়ে যান। অন্য দর্শকরা তাকে সাহায্য করতেও এগিয়ে আসেননি। তিনি নিজেই উঠে চলে যান। সেই নারীর সঙ্গে ওই পুলিশকর্মীর কোনো ঝামেলা হয়েছিল কি না তা জানা যায়নি।
বৃষ্টির কারণে আইপিএল ফাইনালের রোববারের ম্যাচ ভেস্তে যায়। চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচে টসও হয়নি। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচটি পরের দিন, অর্থাৎ সোমবার রিজার্ভ ডে’তে গড়াল।
এর আগে রোববার আইপিএলের ১৬তম সংস্করণের ফাইনাল মাঠে গড়ানোর কথা ছিল। তবে দিনভর বাগড়া দিয়েছে বৃষ্টি। বাংলাদেশ সময় আটটায় খেলা মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি হয়নি। মাঝখানে একবার বৃষ্টি থামলেও কিছুক্ষণ পর আবার শুরু হয়।
এই ম্যাচে টানা দুই শিরোপার মিশনে আছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট। আর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই আছে পঞ্চম শিরোপার খোঁজে। https://www.youtube.com/shorts/GBJmQQvDrH4