লিডিং ইউনিভার্সিটির আইইইই কম্পিউটার সোসাইটির কর্মশালা
দৈনিকসিলেটডটকম
আইইইই কম্পিউটার সোসাইটি লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার আয়োজনে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার (BYLC) এর সহযোগিতায় ২১ দশকের সফট স্কিলের আবশ্যকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে ২০২৩) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ এ অনুষ্ঠিত কর্মশালায় লিডারশীপ স্কিল, কমিউনিকেশন স্কিল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্কিল যা শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে ভূমিকা রাখে সেগুলোর প্রয়োজনীয়তার উপর আলোচনা করেন রিসোর্স পারসন মোহাম্মদ মিছবাহ উদ্দিন হাসিব, ফ্যাকাল্টি, বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার।
সকালে কর্মশালাটি পরিদর্শন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম. এস. রহমান পীর। এতে আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. শাফকাত কিবরিয়া, রানা এম লুৎফুর রহমান পীর। কর্মশালাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের এডভাইজর সাইদুর রহমান কোহিনূর এবং কো-এডভাইজর জেহাদুল ইসলাম মনি।