বৃষ্টির দাপটে রিজার্ভ ডে’তে গড়ালো আইপিএল ফাইনাল
দৈনিকসিলেটডেস্ক
বৃষ্টির কারণে গতকাল রোববার নির্ধারিত দিনে হতে পারেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষোড়শ আসরের ফাইনাল ম্যাচ। সোমবার রিজার্ভ ডে’তে হবে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ফাইনাল।
নির্ধারিত দিনে যেহেতু টস হয়নি, আজ টস দিয়েই শুরু হবে ফাইনাল।
আহমেদাবাদে সন্ধ্যা নামতেই শুরু হয় বৃষ্টি। সময় গড়ানোর সাথে সাথে বৃষ্টির তেজ বাড়তে থাকে। টস করার জন্য মাঠেও নামতে পারেনি দু’দল। ম্যাচ শুরুর জন্য নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে কাট-অফ টাইম ঠিক করা হয় রাত ১২টা ৬ মিনিট। কিন্তু কাট-অফ টাইমের আগেই নির্ধারিত দিনের খেলা স্থগিত করে রিজার্ভ ডে’তে ফাইনাল গড়ানোর সিদ্বান্ত নেন ম্যাচ কর্মকর্তারা।
এই প্রথম আইপিএলের ফাইনাল রিজার্ভ ডে’তে গড়ালো। সর্বশেষ ২০১৪ সালের আইপিএলে কোয়ালিফাইয়ার-১এ কোলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের ম্যাচ রিজার্ভ ডে’তে অনুষ্ঠিত হয়েছিলো।
সূত্র: বাসস