‘মুসলিমদের ঘৃণা করা ফ্যাশনে পরিণত হয়েছে’
দৈনিকসিলেটডেস্ক
বলিউডের শক্তিশালী অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলেছেন, ভারতের নাগরিকদের মনে সুকৌশলে মুসলিমদেরর প্রতি বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মুসলিমদের প্রতি এই ঘৃণা এখন ফ্যাশনে পরিণত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘আজকালকার সিনেমায় বা সিরিজ়ে যা দেখানো হচ্ছে, তারই প্রতিফলন দেখা যাচ্ছে বাস্তবে। সেটা আদতে ইসলামফোবিয়া। বর্তমান এই সময়টা বেশ উদ্বেগজনক। নানা উছিলায় কিছু মুসলিম-বিরোধী ভাবনাচিন্তা ও ধ্যান-ধারণা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সামাজিক জীবনেও তারই প্রতিফলন ঘটছে প্রতিনিয়ত। মুসলিমদের ঘৃণা করা এখন একটা ফ্যাশনে পরিণত হয়ে গিয়েছে! এমনকি, শিক্ষিত মানুষদের মননেও কোথাও একটা এটা ঢুকে গিয়েছে।’
ক্ষমতাসীন বিজেপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ক্ষমতায় থাকা রাজনৈতিক দল সুকৌশলে এটা দেশের সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দিচ্ছে। আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, তা হলে সব কিছুর মধ্যে ধর্মের পরিচয় দেওয়া হচ্ছে কেন? যারা ধর্মের দোহাই দিয়ে ভোট পাচ্ছেন, তাঁদের সামনে তো নির্বাচন কমিশন স্রেফ নীরব দর্শক!’
এ অভিনেতা প্রশ্ন তোলেন, ‘এই কাজই যদি আজ কোনও মুসলিম নেতা করতেন, তিনি যদি ‘‘আল্লাহু আকবর’’ স্লোগান দিয়ে জনগণের কাছে ভোট চাইতেন, তা হলে তো এত দিনে দুনিয়া এ দিক থেকে ও দিক হয়ে যেত!’
ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে আক্রমণ করে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও তো ধর্মের নামে ভোট চান, যদিও তার পরেও সাম্প্রতিক নির্বাচনে হেরে গিয়েছেন তিনি।’
ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ হলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বলিউডের এ প্রভাবশালী অভিনেতা। তিনি বলেন, ‘একদিন নিশ্চয়ই এই ঘৃণার রাজনীতি বন্ধ হবে।’