আনোরুজ্জামানের পক্ষে ভোটের মাঠে সেলিনা মোমেন
মুহিত চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আনোয়ারুজ্জান চৌধুরীর পক্ষে ভোটের মাঠে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেনের সরব বিচরণ নগরবাসীর দৃষ্টি কেড়েছে।
প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ছুটে চলেছেন। কথা বলছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে। আনোয়ারুজ্জান চৌধুরী মেয়র নির্বাচিত হলে নগরবাসী কী কী সুযোগ সুবিধা পাবে? কতটুকু উন্নয়ন হবে? এসব বিষয়ও তিনি বিস্তারিতভাবে তুলে ধরছেন।
অন্যদিকে সুবিধাবঞ্চিত মানুষের কাছ থেকে সেলিনা মোমেন উষ্ণ অভ্যর্থনাও পাচ্ছেন। তিনি এইসব মানুষের কাছে অত্যন্ত প্রিয়। করোনা মহামারী, বন্যা এবং শীতে মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী সেলিনা মোমেন তাদের পাশে দাঁড়িয়ে ছিলেন।
ইতোমধ্যে সেলিনা মোমেন নৌকার প্রার্থী আনোরুজ্জামান চৌধুরীর পক্ষে নগরীর মনিপুরিপাড়া, সাদিপুর, শিবগঞ্জ , চৌকিদীঘি, খাসদবির, বড়বাজার ইত্যাদি এলাকায় গনসংযোগ ও উঠান বৈঠক করেছেন। এ সময় তিনি সিলেটে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা এবং আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পক্ষে সবার নিকট ভোট কামনা করেন।
সেলিনা মোমেনের এই ভোট অভিযানে সার্বক্ষণিক সঙ্গে রয়েছেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা।