সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে মনোয়ার
ইফতেখার শামীম, সিলেট সদর উপজেলা প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার আওতাধীন উপজেলা শাখা গুলোর মধ্যে সবার দৃষ্টি সিলেট সদর উপজেলা শাখার আসন্ন নতুন কমিটির দিকে।দীর্ঘদিন ২ যুগের পর কমিট হতে যাচ্ছে সিলেট শহরতলীর গুরত্বপূর্ণ এই ইউনিটে।
আসন্ন কমিটিকে ঘিরে সিলেট সদরের ইউনিয়নে ইউনিয়নে সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের নাম শোনা যাচ্ছে।
বাংলাদেশ ছাত্রলীগ সিলেট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন মায়দুল হোসেন মনোয়ার-এঁর নাম।
তৃণমূল মাঠ পর্যায়ে জনপ্রিয়তার আলোচনায় ৭টি ইউনিয়নে রয়েছে এই মায়দুল হোসেন মনোয়ার তিনি ১৯৯৭ সালের ৪ এপ্রিল সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের যুগীরগাওঁ হ গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা মৃত্যু হাজী উমেদ আলী ও মা মৃত হালিমা বেগম ৬ভাই-বোনের মধ্যে মোঃ শরওয়ার আলম বাবা-মায়ের ৬ নম্বর সন্তান।
তিনি শাহজালাল ইউনিভার্সিটি হাই স্কুল থেকে জেএসসি, পাটান টুল্লা দ্বিপাক্ষিক স্কুল থেকে এসএসি,শাহ খুররম ডিগ্রি কলেজ থেকে এবং বর্তমানে একইন ডিগ্রি কলেজে বিএসএস ২য় বর্ষের অধ্যায়নরত আছেন।
স্কুল জীবনে পড়ার সময় থেকে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়। মায়দুল হোসেন মনোয়ার ২০১৬ সালে বঙ্গবন্ধু ছাত্রপরিষদ সিলেট সদর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি ছিলেন। তিনি ২০১৭ সালে সেইভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ সিলেট সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ও ছিলেন।
তিনি পড়াশোনার পাশাপাশি সমাজের মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছেন নীরবে-নিভীতে। রাজনৈতিক ভাবে বেশ জনপ্রিয় এই মায়দুল হোসেন মনোয়ার। জানা গেছে সদর উপজেলা পরিষদের হ্যাট্রিক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বর্ষীয়ান রাজনীতীবিদ আলহাজ্ব আশফাক আহমদ এর এবং সদর উপজেলা আওয়ামীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মো;নিজাম উদ্দিনের বিশ্বস্ত কর্মী।এই দুইজনের হাত ধরে মায়দুল হোসেন মনোয়ার এর রাজনীতিতে প্রবেশ।
সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর নির্দেশে সদরের প্রত্যেক এলাকায় শিক্ষা শান্তি প্রগতি তথা ছাত্রলীগ কে সুসংগঠিত করেছেন।
সিলেট সদরের ছাত্রলীগের কর্মীদের এবং নেতৃত্ব স্থানীয়দের পরামর্শে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। মায়দুল হোসেন মোনোয়ার সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।