৪৩ বছর ধরে ম্যাচিং পোশাক পরছেন জাপানী এই দম্পতি
দৈনিকসিলেট ডেস্ক :
বর্তমানে ‘কাপল ড্রেস’ পরার প্রবণতা বেড়েছে সব দম্পতির মধ্যেই। একই রং ও ডিজাইনের পোশাক যখন স্বামী-স্ত্রী একসঙ্গে পরেন, তখন তাদেরকে দেখতেও বেশ ভালো লাগে। তবে নতুন এই ট্রেন্ড ৪৩ বছর ধরে অনুসরণ করছেন জাপানি এক দম্পতি।
মিস্টার বন আর মিসেস পন বিয়ের পর থেকেই তারা একই রকম পোশাক পরার অভ্যাস গড়েছেন। বর্তমানে তারা সামাজিক যোগোযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।
প্রতিদিন তারা ম্যাচিং পোশাক পরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন। সেখানে তাদের অনুসারীর সংখ্যা প্রায় ৯ লাখ। ইনস্টাগ্রামে তাদের আইডি’র নাম ‘বনপন৫১১’।
২০১৬ সালে তারা প্রথম ছবি পোস্ট করেন ইন্টারনেটে। এরপর থেকে তারা ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠেন। তাদের পোশাকের রং ও ডিজাইন সবাইকে মুগ্ধ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দম্পতি নিয়মিত প্রশংসায় ভাসছেন।
জানা যায়, মিস্টার বন আর মিসেস পনের এই জনপ্রিয়তার পেছনে আছেন তাদের কন্যা। প্রথম অনলাইনে তাদের ছবি প্রকাশ করেন। এরপর থেকেই নিয়মিত তারা ইনস্টাগ্রাম ব্যবহার শুরু করেন। তারা দুজনেই ঘুরে বেড়াতে পছন্দ করেন।
এই দম্পতি এখন তাদের বিবাহিত জীবনের স্মরণে ২টি বই প্রকাশ করেছেন। এ পর্যন্ত তারা অনেক জাপানি সংবাদপত্র ও ম্যাগাজিনে প্রদর্শিত হয়েছেন।
এই দম্পতি গণমাধ্যমে জানান, আমাদের মেয়ে প্রথমে তার ইনস্টাগ্রাম আইডিতে দুজনের ছবি পোস্ট করে। এরপর আমরা অনেক কমেন্টস পাই। এরপর আমরা নিজস্ব আইডি শুরু করি। দেখতে দেখতে আমাদের আইডির ফলোয়ার এখন প্রায় ৯ লাখ। সূত্র: ব্রাইট সাইড