জামালগঞ্জে ধর্ষনের অভিযোগ: আটক ইউপি সদস্য
জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে ধর্ষণের অভিযোগে ১ ইউপি সদস্যকে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে থানায় ধর্ষণ ব্যাপারে অভিযোগ করলে ওই ইউপি সদস্যকে আটক করা হয়। আটককৃত ইউপি সদস্য ইউসুফ আলী (৪২) ভীমখালী ইউনিয়নের কান্দাগাও গ্রামের আব্দুল হাসেমের পুত্র।
সে উক্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবত বিধবা এ নারীকে বিয়ের প্রলোভন দিয়ে ইউপি সদস্য একাধিকবার ধর্ষন করে আসছিল। এরই মধ্যে ধর্ষিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে বিবাহের জন্য চাপ দিতে থাকলে ইউপি সদস্য হুমকিধামকি দিয়ে ওই নারীর মুখ বন্ধ করে রাখে।
এমনকি থানায় যেতেও তাকে বাঁধা প্রদান করা হয়। এঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে পুলিশ খবর পেয়ে এই ধর্ষিতা নারীকে থানায় নিয়ে আসে এবং মেডিকেল পরিক্ষা করানোর পর চিকিৎসক তাকে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত করেন। এবং সাথে অভিযুক্ত ইউপি সদস্য ইউসুফ আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান, আমরা ইউপি সদস্য ইউসুফ আলীকে আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন