চুনারুঘাটে গাঁজাসহ এক শ্রমিক গ্রেপ্তার

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
জেলার চুনারুঘাট থানা পুলিশের হাতে ১০ কেজি গাঁজা সহ দয়াল মহালী নামে চানপুর চা-বাগানের এক শ্রমিক আটক হয়েছে । আটক দয়াল মহালী(৩০) চানপুর চা-বাগানের মৃত উপেন্দ্র মহালীর পুত্র সে ওই বাগানের শ্রমিক । মঙ্গলবার (৩০ মে) বিকেলে আটক মহালিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক এসআই লিটন রায় সহ একদল পুলিশ উপজেলার দেওরগাছ ইউনিয়নের লোহার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার হেফাজত থেকে এক বস্তুা (১০ কেজি) গাঁজা উদ্ধার করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন