মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা
হবিগঞ্জের মাধবপুরে কৃষি জমি থেকে এক্সেভেটর দিয়ে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বিকাল ৩টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে সুলতানপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে মো.আরিফুল ইসলাম শাকিল’কে ফসলি জমি থেকে এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কেটে পরিবেশ বিনষ্টের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব।
এসময় ভবিষ্যতে এরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য উক্ত ব্যক্তিকে সর্তক করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন মাধবপুর থানার কাশিমনগর ফাঁড়ির একদল পুলিশ।