আর্থপিডিয়া গ্লোবাল কর্তৃক চুনারুঘাটে শিক্ষার্থী নিয়ে সেমিনার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানিগাঁও ইউনিয়নের মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আর্থপিডিয়া গ্লোাবাল কর্তৃক আয়োজিত প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং স্কিলের উপর দুই ঘন্টা ব্যাপী সেমিনার সম্পন্ন হয়েছে। এতে স্কুল এন্ড কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (৩০মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা বিরতিহীনভাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আয়োজিত সেমিনারে মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান তরফদার আবিদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি আফিয়া আমিন পাপ্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কাউসার শোকরানা । প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন আর্থপিডিয়া গ্লোাবাল এর প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা নাজনীন আহমদ সিলভী।
জানা যায়, আর্থপিডিয়া গ্লোাবাল সাধারণত সফট স্কিলের ট্রেনিংগুলো বিশ্ববিদ্যালয় হয়ে থাকে। কিন্তু আর্থপিডিয়া গ্লোবালের সভাপতি সৈয়দা নাজনীন আহমদ সিলভীর প্রচেষ্টায় ব্যতিক্রমিক চিন্তাধারা নিয়ে শহর থেকে গ্রামাঞ্চলে শিক্ষার্থীদের প্রশিক্ষণের আওতায় আনতে আর্থপিডিয়া গ্লোাবাল নতুন যাত্রা শুরু করেছে। এই প্রথম জেলার চুনারুঘাটে উপজেলা পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ দেয়া হয়। যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেকে কিভাবে উপস্থাপন করতে হয় এবং পাবলিক স্পিকিং স্কিল ডেভেলপ করতে হয় তা শিখবে। এ ধরনের সেমিনার প্রান্তিক পর্যায়ে স্কুল ও কলেজে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। আর্থপিডিয়া গ্লোাবাল এর প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা নাজনীন আহমদ সিলভী বলেন, ‘এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে লিডারশিপ স্কিল সহ বিভিন্ন ধরনের সফট স্কিল ডেভেলপমেন্টের সুযোগ পাবে, এর ফলে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা ভবিষ্যতে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কোন ধরনের অসুবিধায় পড়তে না হয়। তারা যেন বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার আগেই নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে পারেন এবং আমি চাই তারা যেন শুধু আমাদের দেশেই নয় আন্তর্জাতিক প্রাঙ্গনেও যেন নেতৃত্ব দিতে পারে সেই লক্ষ্যে কাজ করছি। এর আগেও চুনারুঘাট উপজেলার ডিসিপি উচ্চ বিদ্যালয়ে এ ধরনের সেমিনার অনুষ্ঠিত হয় এবং তাদের লক্ষ্য হচ্ছে চুনারঘাট সহ দেশের প্রত্যেকটা উপজেলায় প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থীরা এই প্রশিক্ষণের আওতায় আনা । এছাড়াও আর্থপিডিয়া গ্লোাবাল শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু, লিঙ্গ সমঝোতা, নারী ক্ষমতায়ন, মাসিক স্বাস্থ্য সুরক্ষা এবং বিভিন্ন ধরনের সচেতনামূলক ক্যাম্পেইন করে থাকে ।