সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৪ দফা দাবি
দৈনিকসিলেটডটকম
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সিদ্ধান্তের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীদের সমস্যার সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এর বিতর্কিত ধারা-উপধারা সংশোধন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর গেজেট সংশোধিত আকারে প্রকাশ সহ ৪ দফা দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার (৩১ মে) সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক মো. আব্দুর রহিম এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রকৌশলী মো. নজরুল হোসেন।
পেশাজীবি সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী জাবেদ আহমেদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর, সহ সভাপতি প্রকৌশলী মো. নুরুল হুদা চৌধুরী, প্রকৌশলী মো. আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ খালেদুর রহমান, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. সামছুল আলম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. মঈনুল ইসলাম চৌধুরী, সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌশলী মো. সাইদুর রহমান, গণপূর্ত অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌশলী মো. সুন্দর আলী, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম খান, সহকারী প্রকৌশলী মো. ইছমাইলুর রহমান, সহকারী প্রকৌশলী দেবব্রত দাশ, আইডিইবি সিলেট জেলা শাখার জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. উজ্জল বখত, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী হাছানুজ্জামান চৌধুরী, গ্রস্থাকার দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মছনুল আলম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. জসিম উদ্দিন, চাকুরী বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. কফিল উদ্দীন আকন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মলয় কুমার রায়, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মো. আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীগণ সদা সচেষ্ট রয়েছেন। বক্তারা আরো বলেন, আমাদের বিশ্বাস উল্লেখিত ৪ দফা দাবী বাস্তবায়নে সদাশয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দ্রুত হস্তক্ষেপ করে দেশের স্বার্থে প্রকৌশলীদের প্রাণের দাবি বাস্তবায়ন করবেন।
মানববন্ধন শেষে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয় ।