সিলেটের উন্নয়নে ইতিহাস সৃষ্টি করবো: মাহমুদুল হাসান
দৈনিকসিলেট ডটকম :
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, আপনাদের মূল্যবান ভোট ও সহযোগিতা দোয়ায় আমি মেয়র নির্বাচিত হই তাহলে আমার সবটুকু দিয়ে আমি সিলেটের উন্নয়নে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আপনারা দেখবেন এই সিলেটে উন্নয়নের ইতিহাস সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ। তিনি
তিনি বুধবার নগরীর ৩২ ও ৩৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন সিলেট সিটি নির্বাচনগুলোতে সকলের জন্য সমতা বজায় রাখতে হবে। নির্বাচনের মাঠে যেন সকল দল ও মতের মানুষ তাদের পছন্দের প্রার্থীর পক্ষ কাজ করতে এবং ভোট দিতে পারে সে নিশ্চয়তা দিতে হবে। ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভীতি তা দূর করতে হবে। কাজেই গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সকল দাবি মেনে নিতে হবে।
এসময় স্থানীয় দায়িত্বশীলরা সকল উপস্থিত ছিলেন।