শাবিতে রাষ্ট্র বিজ্ঞানের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফুর
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান। বুধবার(৩১মে)বিকালে সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক ড. দিলারা রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এর পূর্বে বিগত তিন বছর ধরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ড. জায়েদা শারমিন। আজকে অধ্যাপক ড.আশরাফুর রহমান কে তার জায়গা স্থলাভিষিক্ত করা হয়েছে। এছাড়াও তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ৪(২) ধারানুসারে ও কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উক্ত বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে ওনাকে আগামী ১জুন থেকে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।