জামালগঞ্জে এলজিইডির হিলিপ প্রকল্পের কর্মশালা
সুনামগঞ্জের জামালগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) হিলিপ প্রকল্পের হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়নে প্রকল্পে সুবিধাভোগীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তনুকা ভৌমিক। জেলা প্রকল্প সমন্বয়কারী মো: মিজানুর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালেক মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলাউদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা লিপি রানী দাস, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটর হারুন উর রশিদ, জেলা মনিটরিং ও ইভায়েশন অফিসার আনোয়ারুল বারী, দিরাই হিলিপ উপসহকারী প্রকৌশলী হাসিরুল ইসলাম।
সুবিধাভোগীদের মাঝে বক্তব্য দেন ইউপি সদস্য মো: কামরুল ইসলাম, কৃষক আবু সাঈদ, কৃষাণী নুর হেনা, ও আক্কাস আলী। প্রশিক্ষনে উপজেলা ১৬ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।