নাট্যজন সুনির্মল কুমার দেব মীন’র আনন্দ আড্ডা
নাট্যজন সুনির্মল কুমার দেব মীন এর ৮১ বছর পূর্তি উপলক্ষে আনন্দ আড্ডা অনুষ্ঠান বুধবার (৩১ মে) সন্ধ্যা ৭টায় সিলেট সাগর দিঘীরপাড়স্থ কবি শামীমা আক্তার ঝিনুর বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
ছড়াকার বিধূ ভূষন ভট্টাচার্য্য এর সভাপতিত্বে এবং কবি ও সংগঠক ধ্রুব গৌতম এর পরিচালানায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবল চন্দ্র দেব, কাজী আয়েশা বেগম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মাসুদা সিদ্দিকা রুহী, সাবিনা আনোয়ার, শিবু নাগ, ইউএস বাংলার সভাপতি আবু সালেহ আহমদ, মারিয়ান চৌধুরী, সাংবাদিক এমরান ফয়ছল, চুন্নু, নাহিদা চৌধুরী, ধ্রুব প্রমুখ।