মৃত্যুর আগে যে ৭ কাজ করা অবশ্যই উচিত
দৈনিকসিলেট ডেস্ক :
সবার জীবনে মৃত্যু পরম সত্য। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদের সকলকে (তোমাদের কর্মের) পুরোপুরি প্রতিদান কিয়ামতের দিনই দেওয়া হবে। অতঃপর যাকেই জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে ও জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সে-ই প্রকৃত অর্থে সফলকাম হবে। আর (জান্নাতের বিপরীতে) পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয়।’ ( সুরা আল ইমরান, আয়াত, ১৮৫)
মৃত্যুর পর পরকালে সফল জীবন ও জান্নাত লাভের জন্য পৃথিবীতেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং বেশি বেশি নেক আমল করতে হবে। আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ভালো ও পুণ্যের কাজ খারাপ মৃত্যু থেকে বাঁচিয়ে রাখে, গোপনে দান আল্লাহর ক্রোধ ঠাণ্ডা করে এবং আত্মীয়তার সম্পর্ক বয়স বৃদ্ধি করে। (তাবরানি কাবির, হাদিস : ৮০১৪)
পরকালে সফলতার জন্য আগেই প্রস্তুতি গ্রহণ করা উচিত। বিশেষ ৭ টি কাজের মাধ্যমে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হতে হবে। কাজগুলো হলো-
১. ঈমানকে বিশুদ্ধ করা।
২. নেক আমল দিয়ে জীবনকে সাজানো।
৩. তওবা করতে থাকা।
৪. বেশি বেশি মৃত্যুর স্মরণ করা।
৫. ওসিয়ত লিখে রাখা।
৬. ঈমানের ওপর অটল থাকার দোয়া করা।
৭. তিনটি কাজ বেশি বেশি করা।- ১)উপকারী ইলম রেখে যাওয়া। ২) সদকায়ে জারিয়ে রেখে যাওয়া। ৩) নেক সন্তান রেখে যাওয়া। (সহিহ মুসলিম : ৪৩১০)
এছাড়াও মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনদের উচিত মৃতের জন্য দান-সদকা, হজ, ওমরা ও কোরবানী করে তার রুহের এর সওয়াব পৌঁছিয়ে দেওয়া।