সিলেটে যানজটে পরীক্ষার্থীদের দেরি, অঝোরে শিক্ষার্থীদের কান্না!
শাবিপ্রবি প্রতিনিধি :
সিলেট নগরীর অবাধ যানজটের কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ায় অনেক শিক্ষার্থী বাধভাঙ্গা কান্না শুরু করে।
শনিবার(৩ জুন) সকাল ১১ টা থেকে ১২ টা অবধি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আখালিয়া মাউন্ডএডোরা থেকে কুমারগাঁও বাস্ট্যান্ড পর্যন্ত তীব্র এই যানজটের ভোগান্তি দেখা যায়।
অথচ কেন্দ্রে গুচ্ছ পরীক্ষা সকাল সাড়ে ১১ টা থেকে ১ টার মধ্যে অনুষ্ঠিত হয়। যার ফলে, যানজটে পড়ে যাওয়া পরীক্ষার্থীরা কেন্দ্রে নির্দিষ্ট সময়ে প্রবেশ করতে পারিনি। যেটি শত পরীক্ষার্থীর স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে দাড়ায়।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, গেটে তীব্র যানজট বেঁধে যাওয়ায় প্রক্টর স্যার সাড়ে এগারটায় সাংবাদিক মাধ্যমে তা শোনা মাত্রই এসে তৎক্ষনাৎ যানজট কিছুটা প্রশমিত করে। তবুও শতাধিক পরীক্ষার্থী কেন্দ্র ডুকতে ১২ টারও অধিক সময় লেগে যায়।
এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ভোগান্তি কমাতে চোখের সামনে পড়া অটোরিকশা, সিএনজি, মাইক্রো ও বিশ্ববিদ্যালয়ের বাসে করে যত দ্রুত সম্ভব ভার্সিটি মূলগেট থেকে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়। এসময় নির্দিষ্ট সময় কেন্দ্রে বসতে না পারা অনেক শিক্ষার্থীর চোখে কান্না ও দুশ্চিন্তার ভাঁজ দেখা যায়।
এবিষয়ে হবিগঞ্জ থেকে আগত এক ভর্তি পরীক্ষার্থীর মা শাপলা সরকার বলেন, আমরা সাড়ে এগারোটার নাগাদ গেটের কাছাকাছি এসে যানজট আটকা পড়ি। ফলে আমাদের গেটে আসতেই প্রায় বারোটা বেজে যায়। ভগবানই জানে পরীক্ষা কেমন হয়! এই বলতেই তার চোখে কান্না চলে আসে।