১৩ সেকেন্ডে গোল করে রেকর্ড গড়লেন গিনদোয়ান
দৈনিকসিলেটডেস্ক
মাত্র ১৩ সেকেন্ডে দারুণ গোল করে রেকর্ড গড়লেন ইলকাই গিনদোয়ান। এফএ কাপের ফাইনালে দ্রুততম গোলটি করে রেকর্ড গড়েন তিনি। ম্যানচেস্টার সিটির এই ফুটবলার ভাঙলেন ১৪ বছর আগের রেকর্ড।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালের লড়াইয়ে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।
কিক-অফের সঙ্গে সঙ্গে ইউনাইটেডের ডি-বক্সের সামনে প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে বল দখলের লড়াইয়ে জিতে যান গিনদোয়ান।
কেভিন ডে ব্রুইনার দেওয়া বল জাল থেকে প্রায় ২০ গজ দূর থেকে গোল করেন গিনদোয়ান।
এফএ কাপের ইতিহাসে ফাইনাল ম্যাচে এটিই দ্রুততম গোলের রেকর্ড। ২০০৯ সালের আসরে চেলসির বিপক্ষে ২৫ সেকেন্ডে গোল করেছিলেন এভারটনের লুইস সাহা।