জগন্নাথপুরে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণীর ছাত্রী
দৈনিকসিলেটডেস্ক
জগন্নাথপুরে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী(১০) কে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি চাঁদ বোয়ালি গ্রামের জয়নুল মিয়া (৪০) নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে শনিবার (৪ জুন) সন্ধ্যায় জগন্নাথপুর থানায় এজাহার দাখিল করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই মাদ্রাসা ছাত্রীর নানার বাড়ি একই এলাকার শ্রীরামসিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের কথায় নানার বাড়ি থেকে শুটকি নিয়ে ঘরের ফেরার পথে জয়নুল নামে এক যুবক তাকে আটক করে একই এলাকার পুকুর পাড়ের নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।
বিষয়টি কাউকে বললে তাকে মেরে ফেলা হবে বলে ভয় দেখায়। বাড়ি যাওয়ার পর মেয়েটি কান্নায় ভেঙ্গে পড়ে তার মা কে বিষয়টি জানায়। রাতেই তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসি তে প্রেরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর নির্যাতিত ছাত্রীর সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজ খবর নেন।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর জানান, ধর্ষণের অভিযোগে মেয়ের মা থানায় অভিযোগ দিয়েছেন আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে যাচ্ছি।