‘রাজের সঙ্গে সংসার করার আর কোনো সুযোগ নাই’
সংসার কি ভেঙ্গে যাচ্ছে? এ কী বললেন পরীমণি…
দৈনিকসিলেটডেস্ক
হালের জনপ্রিয় দুই তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সংসার জীবন ভালো যাচ্ছে না। এটা ক’দিন আগেই স্পষ্ট হয়, যখন রাজের ফেসবুক থেকে ‘গোপন’কিছু ছবি আর ভিডিও প্রকাশ্যে আসে। এ নিয়ে দীর্ঘ সাক্ষাৎকারে দৈনিক আমাদের সময়’র সঙ্গে কথাও বলেন পরীমণি। যা প্রকাশ হয় ‘রাজ আমার জীবনে বেড়াতে এসেছে’ শিরোনামে।
সেখানে পরী স্পষ্ট জানিয়ে দেন, সংসার টিকিয়ে রাখতে নানা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন পরী। রাজ-পরী অনেক দিন ধরেই আলাদা থাকছেন। আর পরীর ফোনও ধরে না রাজ। সেসময় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, তিন অভিনেত্রীর গোপন ভিডিও ফাঁসের ঘটনায় রাজের নিরবতা মেনে নিতে পারেনি তিনি।
জানা যায়, যেদিন বাসায় থেকে রাজ বেরিয়ে আসেন (২০ মে) সেদিন সেই বাসায় উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও তার স্ত্রী। তারা চেয়েছিলেন, তাদের (রাজ-পরী) মান অভিমান ভাঙতে। কিন্তু সেদিন তারাও ব্যর্থ হন।
পরীর কথায়, ‘সেদিন রাজকে নিয়ে গিয়াস উদ্দিন সেলিম ভাই বাসায় আসার আগে, আমাকে ফোন করে বলেন, “আমি রাজকে নিয়ে তোমার বাসায় আসছি।” এর পর তিনি বলেন, “রাজ তো তোমার সঙ্গে থাকতে চায় না। বিচ্ছেদের ব্যাপারে চিন্তা করতে পারো।” আমি বলেছিলাম, আমার সঙ্গে থাকতে না চাইলে, তাহলে আমাকে ডিভোর্স দিক। আমি কেন দিতে যাব। পরে সেলিম ভাই বললেন, “যদি তোমাদের বিচ্ছেদ হয়ে যায়, তাহলে বাচ্চাকে দেখভাল করতে কীভাবে কী করবে, চিন্তাভাবনা করে দেখো।” এরপর আমি বললাম, বাচ্চা আমার কাছেই থাকবে। তবে অবশ্যই সে বাচ্চা দেখতে আসতে পারবে। কারণ এই বাচ্চার বাবা সে। তবে কিছু শর্ত দিয়েছিলাম যে, অস্বাভাবিক অবস্থায় ও সময় সে বাসায় আসতে পারবে না।’
পরীর জানান, ওদিন এ বিষয়টি নিয়ে অনেক কথা কাটাকাটি গিয়াস উদ্দিন সেলিম ও রাজের সঙ্গে তার। ওদিন রাজ নানা আজেবাজে প্রশ্ন তুলেছিল পরীর চরিত্র নিয়েও। একটা পর্যায়ে গিয়াস উদ্দিন সেলিম ও তার স্ত্রী মিলে রাজের ব্যবহৃত জিনিসপত্র বাসা থেকে নিয়ে যায়।
দু’জনেই সংসার জীবনের ইতি টানার সিদ্ধান্তে এসেছে বলে জানান রাজ-পরী। তাদের কথায়, বিভিন্ন কারণে মান অভিমানের কারণে দু’জনেই মানসিকভাবে ভেঙে পরেছেন। আর এ কারণে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। দু’জনেই আলাদা হয়ে শান্তিতে থাকতে চান।
পরী বলেন, ‘রাজ আমাকে ছেড়ে চলে গেছে, বিচ্ছেদ তো হয়েই গেছে। আমি আর রাজকে নিয়ে কিছুই ভাবতে চাই না, কল্পনাতেও না। রাজের পরিবারও চায় না আমার সঙ্গে ওর সম্পর্কটা থাকুক। আমাদের সন্তানের জন্য কষ্ট হচ্ছে, বাবা-মায়ের আদরে সে বড় হতে পারল না। এই সংসার টেকানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি। যে মানুষ তার স্ত্রী ও বাচ্চার মায়ের চরিত্র নিয়ে কথা তুলে তার সঙ্গে আর থাকা যায় না। রাজের সঙ্গে সংসার করার আর কোনো সুযোগ নাই।’
পরী আরও জানান, রাজ নাকি ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন তাদের বিয়ে নিয়ে। তাদের বিয়ের কাবিননামাও নাকি ভুল। রাজ একটা ভয়ংকর মানুষ। এসব নানা কারণেই রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টানার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পরীর ভাষায়, ‘আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার ভালো লাগবে। আমি রাজের বউ, এটি আর শুনতে চাই না।’-আমাদেরসময়