ইয়াহ্ইয়া চৌধুরীকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি
দৈনিকসিলেটডটকম
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরীকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (৪ জুন) জাতীয় পার্টির দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অপরাধে এর আগে ইয়াহ্ইয়া চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাময়িকভাবে তার অব্যাহতির আদেশ অনুমোদন করেছেন। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।