সিলেটে হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার
দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেট নগরীর শাহজালাল (র.) দরগাহ এলাকার জমজম আবাসিক হোটেল থেকে এক যুবকের উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ জুন) সকালে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাকির হোসেন (৩০) মাদারীপুর জেলার শিবচর থানার কদমতলী উমেদপুর গ্রামের চান মিয়ার ছেলে এবং তার শ্বশুরবাড়ি সিলেটে।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে শাহজালাল (র.) তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সকালে জমজম আবাসিক হোটেলের ৪১৭ নম্বর কক্ষ থেকে জাকির হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, স্ত্রীর সঙ্গে অভিমান করে ওই যুবক হোটেলে এসে ওঠেন। ধারণা করে হচ্ছে, স্ত্রীর সঙ্গে অভিমান করেই তিনি আত্মহত্যা করতে পারেন। হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে শাহজালাল (র.) তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এর আগেও এই হোটেল থেকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সেনপাড়া গ্রামের মোরশেদ (৪৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।