মাধবপুরে গাঁজা উদ্ধার: নারীসহ দুজন গ্রেফতার
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাধবপুরের জগদীশপুর ইউনিয়ন মধ্যে বেজুড়া জিন্নাতপুর এলাকা থেকে ভারতীয় ২৬ কেজি গাঁজা উদ্ধার ও নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৬ জুন) সকাল ৮টায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে’র সহকারী পরিচালক সাজেদুল হাসান সার্বিক তত্ত্বাবধানে ও উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে রেইডিং টিম মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন মধ্যবেজুড়া
জিন্নাতপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী মোঃ ছায়েদুর মিয়া ওরফে সাইদুল (৪৪) মোঃ আব্দুল মোতালিব পুত্র। আয়েশা আক্তার (৩২) মোঃ জমশেদ মিয়া মেয়ে। উভয় জগদীশপুর ইউনিয়ন মধ্য বেজুড়া ০৫নং ওয়ার্ড জিন্নাতপুর গ্রামের বাসিন্দা।
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান,এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে মাধবপুর থানায় ০১টি নিয়মিত মামলা দায়ের করেছে। তিনি আরো জানান,গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।এবং মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।