বানিয়াচংয়ে ড.মুহাম্মদ মোশাররফ হোসেনের মতবিনিময় সভা
বানিয়াচং,প্রতিনিধি
বানিয়াচংয়ে সিলেট বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন বানিয়াচং উপজেলায় কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সূধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন। মংগলবার (৬ জুন) বিকাল ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী। বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ, ইউপি চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ শামসুল হক, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা শামীমা আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা লিটন দাস, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন,পিআইও মলয় কুমার দাস, বিআরডিভি কর্মকর্তা মিজানুর রহমান ,মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাদী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার, তথ্য আপা নুপুর মোহন্ত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম, মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান, মিজানুর রহমান খান, আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, এরশাদ আলী, ফরিদ আহমেদ, মাসুদ কোরাইশী মক্কী, হাফেজ শামরুল ইসলাম, জয়কুমার দাস, সাদিকুর রহমান, শেখ মিজান, নাসিরুদ্দিন চৌধুরী, সাংবাদিক শেখ নূরুল ইসলাম, তাপস হোম প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বিভাগীয় কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন দাবি উত্থাপন করেছেন। প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা কে ধারণ করে বর্তমান সরকার ২০৩১ এবং ২০৪১ এর রুপকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আপনাদের উত্থাপিত বিষয়গুলো বিবেচনা করে বাস্তবায়ন করা হবে।