লাউয়াছড়া উদ্যানে হারিয়ে যাওয়া দুই শিক্ষার্থী উদ্ধার
দৈনিকসিলেট ডটকম :
মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে হারিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে পুলিশ ও বনবিভাগের কর্মীরা উদ্ধার করেছেন। সোমবার রাতে তাদের উদ্ধার করা হয়। এর আগে, সোমবার দুপুরে তারা গহীন অরণ্যে হারিয়ে যান।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন-রাজধানী ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহজাব বিন আজমত (২৫) ও ইয়ালিদ উদ জামান (২৫)।
ভুক্তভোগীরা জানান, ঘুরতে গিয়ে তারা পথ হারিয়ে ফেলেন। বনের মধ্যে মোবাইল ফোনের নেটওয়ার্ক না পাওয়ায় হাঁটতে হাঁটতে তারা টিলার ওপরে ওঠেন। সেখান থেকে তারা ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিবারের স্বজনরা জরুরি সেবা ৯৯৯-এ কল করে তাদের উদ্ধারের অনুরোধ করেন।
ভুক্তভোগী ইয়ালিদ উদ জামান বলেন, আমরা গত রোববার শ্রীমঙ্গল ঘুরতে আসি। সোমবার সন্ধ্যায় আমাদের ঢাকা যাওয়ার কথা ছিল। দুপুরে আমরা কমলগঞ্জের লাউয়াছড়ায় ঘুরতে যাই। এর একপর্যায়ে আমরা পথ হারিয়ে ফেলি। তখন হাঁটতে হাঁটতে একটি টিলার ওপর উঠে বাড়িতে কল করি।
টুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল এর ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার চক্রবর্তী বলেছেন, ‘৯৯৯ থেকে বিকেল পাঁচটায় আমাদের কল করা হয়। ঘটনা জানার পর দ্রুতই টুরিস্ট পুলিশের সদস্যরা লাউয়াছড়ায় যান। সেখানে টুরিস্ট গাইড, কমলগঞ্জ থানা পুলিশ, বনবিভাগের নিরাপত্তাকর্মীসহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়। রাত সাড়ে আটটার দিকে লাউয়াছড়ার পার্শ্ববর্তী মাগুরছড়া খাসিয়া পুঞ্জির পেছন থেকে তাদের উদ্ধার করা হয়।