যুক্তরাষ্ট্রের রাস্তায় নামাজ পড়ছেন রিজওয়ান, ভিডিও ভাইরাল!
দৈনিকসিলেট ডেস্ক :
যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হয়েছেন পাকিস্তানের দুই তারকা ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। গত ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত তাদের ম্যাসাচুসেটসের বোস্টন ক্যাম্পাসে ক্লাস অনুষ্ঠিত হয়।
হার্ভার্ড বিজনেস স্কুলে পড়ালেখার জন্য যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় গত শনিবার বোস্টনের রাস্তার পাশের নীরব ফুটপাতে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তিনি।
রিজওয়ানের সেই নামাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তার সেই নামাজের ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। তবে অনেকেই তার প্রশংসা করেছেন।