চুনারুঘাটে চুরি হওয়া টাকা উদ্ধার: চোরচক্রের সদস্য গ্রেফতার

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ :
হবিগঞ্জের চুনারুঘাটে আন্ত: জেলা চোরচক্রের সদস্য জসিম (২২) কে উত্তম মাধ্যম দিয়ে পুলিশ সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক জসিম উপজেলার রানিগাঁও ইউনিয়নের আব্দুল মনাফের পুত্র । বুধবার (৭ জুন) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার পাকুড়িয়া ব্রিজ এলাকায় জনতা আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে ।
আটক জসিম পুলিশি জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করে এবং তাকে সঙ্গে নিয়ে তার দেখানোমতে চুরি হওয়া ৩৯ হাজার টাকা ও চুরির সরঞ্জাম উদ্ধার করেন পুলিশ পরিদর্শন (তদন্ত) গোলাম মোস্তফা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাজিগঞ্জ বাজারে গত সোমবার দিবাগত-রাত আড়াইটায় শিমুল এন্টারপ্রাইজ দোকানে চুরি সংঘটিত হয়। চুরের দল দোকানের পিছনে কাঠের দরজা ভেঙে প্রবেশ করে দোকানে রক্ষিত পৌনে দুই লাখ টাকা বিকাশ ও ফ্লেক্সিলোডের মোবাইল সহ চুরি করে নিয়ে যায় বলে দাবী দোকান মালিক শিমুলের । ঘটনার পরদিন দোকান মালিক শিমুল দোকানে এসে সিসিটিভির ফুটেজ দেখে চুর জসিমকে সনাক্ত করেন।
পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ফুল মিয়াকে বিষয়টি জানানো হয়। জাহাঙ্গীর মিয়া তাকে জিজ্ঞাসাবাদ করলে তার উপর চরাও হয় এবং মেম্বারকে আক্রমণ করার চেষ্টা করে তার পিতা আব্দুল মনাফ ও চোর জসিম । এসময় উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে তার পিতাকে আটক করে এবং চোর জসিমকে উত্তম মাধ্যম দিয়ে পাকুড়িয়া ব্রিজের কাছে আটকে রেখে পুলিশে খবর দেয়া হয় । খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই সনজিত চন্দ্র নাথ জনতার কবল থেকে পিতাপুত্রকে আটক করেন। পরবর্তীতে দোকান মালিক শিমুল বাদী হয়ে জসিমের বিরুদ্ধে চুরির মামলা করলে সেই মামলায় আদালতে পাঠানো হয়।