সিলেটে এবার হাতপাখার জোয়ার উঠেছে: মাহমুদুল্লাহ হাসান
দৈনিকসিলেট ডেস্ক :
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, সিলেটের মানুষ এবার পরিবর্তন চায়। নতুন নেতৃত্ব চায়। সিলেট হচ্ছে পবিত্র নগরী। সিলেটের মানুষ ধর্মভীরু। এই নগরীর মানুষ এই নগরীর পবিত্রতা রক্ষা ও উন্নয়নের জন্য অসৎ , ইসলাম ও আলেম ওলামা বিদ্বেষী কাউকে গ্রহণ করবে না। ইসলাম দেশ ও মানবতার কল্যাণে তারা হাতপাখাকেই বেছে নেবে। আমরা যে ওয়ার্ডেই যাচ্ছি হাত পাখার গণজোয়ার দেখতে পাচ্ছি। জনগণ বিশ্বাসের জায়গা পেয়েছে। জনগণ বিশ্বাস করে আমরা বিজয়ী হলে চুরি বন্ধ ও দুর্নীতি বন্ধ হবে। জনগণ তাদের অধিকার ফিরে পাবে।
তিনি বৃহস্পতিবার নগরীর সুবহানীঘাট, ছড়ারপার, কালীঘাট, মহাজনপট্রি এলাকায় গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ, সহ-সভাপতি হাফিজ মাওলানা আসআদ উদ্দিন, ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হাফিজ নোমান আল ফাহাদ প্রমুখ।