পার্কের আবাসিক কক্ষে অসামাজিক কাজ করতেন তারা!
দৈনিকসিলেট ডেস্ক :
দিনাজপুরের ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কে ‘অসামাজিক কাজ’ করার অভিযোগে ছয়জন নারী ও তিনজন কিশোর-যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে পার্কে অভিযান চালিয়ে আবাসিক কক্ষ থেকে তাদের আটক করে পুলিশ।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককে ৮ জনকে অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। আটক একজনের বয়স ১৭ বছর হওয়ায় তাকে সর্তক করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের অবস্থিত মোজাম বিনোদন পার্কে ‘অসামাজিক কাজ’ চলছে। খবর পেয়ে ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানকে সঙ্গে নিয়ে পার্কটিতে যায় পুলিশ।
ওসি আরও বলেন, পার্কের আবাসিক কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ছয় নারী এবং তিন কিশোর-যুবককে আটক করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আরও তিন-চারজন পালিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির ১৮৬০-এর ২৯০ ধারা অনুযায়ী আটক ৮ জনকে ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।