অবৈধ অনুপ্রবেশ করায় ভারতীয় নাগরিক আটক
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল খাসপাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে সন্দীপ কুমার সিং (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে থানায় সোপর্দ করেছে বিজিবি। এর আগে বুধবার রাতে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটবিল খাসপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চিমটবিল ক্যাম্পের টহল দল। সন্দীপ কুমার সিং(৩৫) ভারতের উত্তর প্রদেশ সীতামনি জেলার মেজরগঞ্জ উপজেলার ডুমরি সীতামনি এলাকার সুনীলাল সিংহের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সীমান্তের মেইন পিলারের ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে চিমটিবিল খাসপাড়া এলাকায় প্রবেশ করলে ভারতীয় নাগরিক সন্দীপ কাুমার সিংকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিন্দি ভাষায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করে। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে চুনারুঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক রাত ১০টায় জানান, আটক ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।