মাধবপুরে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে গাছের ডাল কাটতে গিয়ে রুকু মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়।সে মাধবপুর উপজেলার চকরাজেন্দ্রপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রুকু মিয়া।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে গাছের ডালপালা কাটার সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।আশংকাজনক অবস্থায় তাকে স্বজনরা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে রুকু মিয়া মারা যান।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেছেন।