চুনারুঘাট সীমান্তে চা-পাতাসহ চোরাকারবারী আটক
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ :
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে গাজিপুর ইউনিয়নের ছয়শ্রী থেকে ৩২৫ কেজি ভারতীয় চা পাতাসহ মোঃ জসিম উদ্দিন (৩৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি গুইবিল ক্যাম্প ।আটক মোঃ জসিম উদ্দিন উপজেলার গণকিরপাড় এলাকার মোঃ আব্দুল মাকেলের পুত্র।
এর আগে শুক্রবার (৯ জুন) সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির গুইবিল বিওপির টহল দল ভারত সীমান্তের ১নং গাজিপুর ইউনিয়নের ছয়শ্রী নামক স্থানে অভিযান চালিয়ে চোরাই পথে আসা ভারতীয় ৩২৫ কেজি চা পাতা ও ব্যবহৃত সিএনজি সহ মোঃ জসিমকে আটক করে। ৫৫ বিজিবির ক্যাম্প জানায়, অবৈধভাবে সীমান্ত দিয়ে চোরাই পথে চা-পাতা পাচারের দায়ে জসিমের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
আটকের তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, বিজিবির পক্ষ থেকে বিকেলে একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে ।