মৌলভীবাজার থেকে ৩ নারী রোহিঙ্গা আটক

দৈনিকসিলেটডেস্ক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত এলাকা থেকে শুক্রবার সকালে তিন রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি।
আটকরা হলেন- উখিয়ার ক্যাম্প-১৪-এর ব্লক-সি-১-এর সৈয়দুল আমিনের স্ত্রী মিনারা বেগম (২০), ক্যাম্প-৫-এর ব্লক-বি-১-এর ইকবাল আহমদের মেয়ে ফরমিনা বেগম (২০) ও ক্যাম্প-১৪-এর ব্লক-বি-৩-এর নুর আলমের মেয়ে হামিমা বেগম (২০)।
পুলিশ জানায়, কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে আসা রোহিঙ্গা তিন নারী ও চারজন পুরুষ সদস্য কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য বৃহস্পতিবার ভোররাতে উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে আসেন। শুক্রবার সকাল ১০টার দিকে পুরুষরা ধলই সীমান্তের কাঁটাতার অতিক্রম করলেও নারীরা ধলই বিজিবি সদস্যদের হাতে আটক হন।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ আটকদের থানায় নিয়ে আসে। ভারতে প্রবেশের পর চারজন পুরুষ রোহিঙ্গাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আটক করেছে।
উখিয়ার ১৪ ও ১৬নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের আঁধারে তারা ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছিল।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, আটককৃত তিন নারী রোহিঙ্গাকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।