মাধবপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জনপ্রশাসনের অতিরিক্ত সচিব
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি :
জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাধবপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করে প্রকল্প কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
শুক্রবার(৯ জুন) সকাল ১১ টায় জনপ্রশাসন মন্ত্রনালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব (এপিডি) মো: আব্দুস সবুর মন্ডল মাধবপুর উপজেলায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য নির্মিত গৃহসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত সচিব মোঃ আব্দুস সবুর মন্ডল তেলিয়াপাড়া চা বাগানে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের জন্য নির্মিত গৃহ পরিদর্শন করেন। এসময় তিনি উপকারভোগীদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রফিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদিকুল ইসলাম , মাধবপুরের ইউএনও মনজুর আহ্সান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার দীপন সিংহ ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বাঘাসুরা ইউনিয়নের শিবপুর গ্রামে আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্মানাধীন ঘর পরিদর্শন করেন।পরিদর্শনকালে অতিরিক্ত সচিব প্রকল্প কার্যক্রমের সার্বিক অবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।