ভোলাগঞ্জ বর্ডার হাটে ঢুকতে লাগে প্রবেশ কার্ড
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তে ভারত বাংলাদেশ যৌথ হাটে ঢুকতে লাগে প্রবেশ কার্ড। বর্ডার হাট থেকে ৫ কিলোমিটারের ভিতরের বাসিন্দারা এই কার্ড দেখিয়ে টিকিট কেটে ঢুকতে পারবে হাটে। সপ্তাহে ২ দিন শনি ও বুধবার বসে এই হাট। গতকাল শনিবার হাটে গিয়ে দেখা যায় ক্রেতা কার্ড দেখিয়ে টিকিট কেটে প্রবেশ করছেন লোকজন। যাদের কার্ড নেই তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
গত মাসের ৬ তারিখ চালু হয় ভোলাগঞ্জ বর্ডার হাট। চালুর পর থেকে বর্ডার হাটে যে কেউ ৩০ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে পরতেন হাটে। তবে শনিবার থেকে কাস্টমসের কড়াকড়ির পর কার্ড ছাড়া কেউ প্রবেশ করতে পারছেন না।
বর্ডার হাট ওপেনিং অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমরুল হাসান জানিয়ে ছিলেন, বর্ডার হাট থেকে ৫ কিলোমিটারের বাহিরের কেউ এই হাট থেকে কেনাকাটা করতে পারবেন না। এ ছাড়াও উপজেলা প্রশাসনের দেওয়া ক্রেতা কার্ড বা ভিজিটর কার্ড ছাড়াও কেউ প্রবেশ করতে পারবেন না। প্রথম বাজারে এই নিয়ম চালু থাকলেও পরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফলে ভারতীয়রা পণ্যের দাম বাড়িয়ে দেয়। এ নিয়ে স্থানীয় ৫ কিলোমিটারের বাসিন্দাদের বেশ অভিযোগ ছিল। শনিবার কাস্টমসের এমন কড়াকড়ির পর ক্রেতার সংখ্যা কম হওয়াতে পণ্যের দাম অনেকটা ক্রেতাদের ক্রয় সীমার নাগালে ছিল। এদিন কাস্টমস বিজিবি পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত প্রবেশ গেইটে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও টিকিট কাটার দায়িত্বে ছিলেন উপজেলা প্রশাসনের লোক।
ভোলাগঞ্জ শুল্ক স্টেশনের কাস্টমস সুপার সালেহ আহমদ জানান, বর্ডার হাটের নিয়ম অনুযায়ী বর্ডার হাট থেকে ৫ কিলোমিটারের বাহিরের কেউ প্রবেশ করতে পারবেন না। এ ছাড়াও যাদের কার্ড আছে কেবল তারাই প্রবেশ করতে পারবেন। ক্রেতারা ৫০ ডলারের বেশি পণ্য ক্রয় করে নিয়ে আসতে পারবেন না। বাজারের নিয়ম অনুযায়ী কাস্টমস তাদের দায়িত্ব পালন করছে এবং পরবর্তীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।