নৌকা প্রতীকের সমর্থনে
ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের লিফলেট বিতরণ
দৈনিকসিলেটডটকম
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রর্তীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে উপশহরের বিভিন্ন বিপনী বিতানে লিফলেট বিতরণ করেছেন ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে কাজ করতে হবে। তাই নেতৃবৃন্দ ২১ জুন সিসিক নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেণ, ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের মো. জাকারিয়া আহমদ জাকির, সাধারণ সম্পাদক রওশনারা জাহান সুমী, সহ সাধারণ সম্পাদক মুর্শেদ তালুকদার, সহ সভাপতি শেখ শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিতারা বেগম, অর্থ বিষয়ক সম্পাদক লিপি বেগম, দপ্তর সম্পাদক ইকওয়ান আহমেদ, প্রচার সম্পাদক শুকরিয়া শারমিন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন, ছাত্রী বিষয়ক সম্পাদক দিলারা বেগম, উন্নয়ন বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারজাহান আক্তার লিপি, সাংস্কৃতিক সম্পাদক সোনিয়া আক্তার, ত্রাণ বিষয়ক সম্পাদক রিতা বেগম, সমাজকল্যাণ সম্পাদক সুলাইমান আহমদ, সদস্য, জামাল রাজা চৌধুরী, শিমুল আহমদ, গোলাম কিবরিয়া, মিনারা খানম, আয়েশা মনির প্রমুখ।