দক্ষিণ আফ্রিকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত
দৈনিকসিলেটডেস্ক
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। রোববার ( ১১ জুন) রাত আড়াইটার দিকে ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে শহরটিতে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনবহুল শহর জোহানেসবার্গে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মাটির প্রায় ১০ কিলোমিটার নীচে।
ভূমিকম্পে গৌতেং প্রদেশের বৃহত্তম শহর এবং বাণিজ্যিক কেন্দ্র জোহানেসবার্গের ভবনগুলো কেঁপে ওঠে। শহরটির বাসিন্দারা ভূমিকম্পের কম্পন অনুভূব করেছে। তাদের মধ্যে অনেকেই সামজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্পের ফলে ফাটল ধরা দেয়ালের ছবি পোস্ট করেছেন।KSRM
নিরাপত্তা ঝুঁকি এবং বিপর্যয় ব্যবস্থাপনার পরামর্শক সংস্থা ক্রাইসিস ২৪ জানায়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ বড় কোনো ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৬৯ সালে। ওই বছর ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ওয়েস্টার্ন কেপ প্রদেশে আঘাত হানে ।
এরপর ২০১৪ সালে জোহানেসবার্গের একটি স্বর্ণ খনি সমৃদ্ধ শহরে ৫ দশমিক ৩ মাত্রা ভূমিকম্প আঘাত হানে