মেসি না হালান্ড
দৈনিকসিলেটডেস্ক
লিওনেল মেসি নাকি আর্লিং হালান্ড। কার হাতে উঠবে এবারের ফিফা ব্যালন ডি অর। দুই ফুটবলারই স্বপ্নের মৌসুম কাটিয়েছেন এবার। ৩০ অক্টোবর ঘোষণা হবে ব্যালন ডি অরের বিজয়ীর নাম। এবারের এই পুরস্কারের শর্ট লিস্টে নাম রয়েছে এই দুজনেরই। তাদের সঙ্গে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা এবং নাইজেরিয়ার ভিক্টর ওসিমেন। তবে ধারণা করা হচ্ছে, মেসি বা হালান্ডের হাতেই উঠতে যাচ্ছে এবারের পুরস্কার।
দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছেন সর্বোচ্চ সাতবারের এই পুরস্কার জেতা মেসি। শুধু তাই নয়, ২০২২ বিশ্বকাপে ছিলেন নিজের সবচেয়ে সেরা ফর্মে। ফাইনালে গোল করাসহ পুরো টুর্নামেন্টে সাতটি গোল করেন তিনি। তার চেয়ে কেবল একটি মাত্র গোল বেশি ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এমবাপ্পে। তবে সেরা খেলোয়াড়ের পুরস্কারটি ঠিকই বগলদাবা করে নিয়েছিলেন মেসি। আর্জেন্টাইন এই তারকা পুরো মৌসুমে মোট গোল করেছেন ৩৮টি। অ্যাসিস্ট করেছেন ২৫টি। তা ছাড়া বিশ্বকাপে ৭টি গোল আর ৫টি অ্যাসিস্ট রয়েছে তার।
তা ছাড়া মেসি জিতেছেন বিশ্বকাপ, ফ্রেঞ্চ লিগ ওয়ান, ফ্রেঞ্চ সুপার কাপ, ফিফা দ্য বেস্ট, লরিয়াস স্পোর্টস ম্যান অ্যাওয়ার্ড, প্লে-মেকার অব দ্য ইয়ার, বেস্ট ইন্টারন্যাশনাল গোলসকার অব দ্য ইয়ার, বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়াড়, সুপার কাপের ফাইনালের সেরা, সর্বোচ্চ সেরা খেলোয়াড় হওয়া, ফ্রেঞ্চ লিগের সর্বোচ্চ অ্যাসিস্ট, বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার পুরস্কার।
অতএব, বলা চলে ব্যালন ডি অরের পুরস্কারের দৌড়ে মেসি কিছুটা এগিয়ে রয়েছে হালান্ডের চাইতে। তা ছাড়া বিশ্বকাপ জেতা আর সেরা খেলোয়াড় হওয়ার একটা ওজন তো আছেই।
অন্যদিকে হালান্ড দারুণ মৌসুম পার করেছেন এবার। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে ট্রেবল শিরোপা জিতেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপার স্বাদ পেয়েছেন তিনি। প্রিমিয়ার লিগে হালান্ডের গোল ৩৫ ম্যাচে ৩৬টি, যা প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড। হালান্ড ছাড়িয়ে গেছেন অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলকে। মৌসুম শেষে তাই লিগের সেরা খেলোয়াড়, সেরা তরুণ খেলোয়াড়, সেরা নবাগত খেলোয়াড়সহ অনেক পুরস্কার গেছে হালান্ডের হাতে। গোল্ডেন শু’র পুরস্কারও যে তিনি পেতে যাচ্ছেন সেটাও নিশ্চিত।
গোলমেশিন হালান্ড ট্রেবল জয়ের পথে এই মৌসুমে করেছেন ৫৩টি গোল। এর চেয়ে এই মৌসুমে কেউ তো বেশি গোল পাননি। তার সমান গোল আছে কিলিয়ান এমবাপ্পের। তবে তিনি তো আর ট্রেবল জেতেননি।
মেসির অষ্টম হবে নাকি হালান্ডের প্রথম সেটা নিশ্চিত করে বলার সুযোগ নেই। সেটা জানতে অপেক্ষা করতে হবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। এই দিনই ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি অর পুরস্কার প্রদানের তারিখ চূড়ান্ত করেছে পুরস্কারটা যারা দেয়, সেই ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’।